এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
হাদীসঃ প্রকৃতপক্ষে সকল কাজ-এর ফলাফল নিয়্যাতের ওপর নির্ভরশীল।
শিক্ষাঃ মানুষের প্রত্যেকটি কাজের পিছনে কোন না কোন উদ্দেশ্য থাকে। বিনা উদ্দেশ্যে কেউ কোন কাজ করে না। কাজের উদ্দেশ্য কিরূপ হওয়া উচিত এ হাদীস থেকে সে শিক্ষা লাভ করা যায়। কাজের সফলতা নিয়্যাতের ওপর নির্ভর করে। নিয়্যাত সৎ হলে কাজে সুফল পাওয়া যায়।
নিয়্যাতভাল না হলে কাজের মাধ্যমে কল্যাণ লাভ করা যায়না। যেমন উপরে বর্ণিত হাদীসটির পরবর্তী অংশেই বর্ণিত আছে-কোন ব্যাক্তি যদি আল্লাহ ও তাঁর রাসুলের সন্তুষ্টি লাভ করবে। আর কোন ব্যক্তি যদি পার্থিব সম্পদ লাভ বা কোন স্ত্রীলোককে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে তবে সে তাই লাভ করবে। যেমনঃ উম্মে কায়িস নামক এক জন স্ত্রীলোক ইসলাম কবুল করে মদীনায় হিজরত করেন। তখন জনৈক ব্যক্তি তাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার নিয়্যাতে মদীনায় হিজরত করেন।
এ খবর শোনার পর মহানবী (স) তাঁর এ মূল্যবান হাদীসটি বর্ণনা করেন।
কোন ভাল কাজের নিয়্যাত করলেই তাতে একটি সওয়াব লাভ করা যায়। নিয়্যাতের এ গুরুত্বের কারণেই মুমিন ব্যাক্তির জন্য জান্নাত আর কাফির ব্যাক্তির জন্য জাহান্নামের ফায়সালা করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।