আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
পূব` পরিকল্পনা অনুযায়ী আজ বের হলাম মরুভুমিতে হাটতে কেমন লাগে দেখতে। প্রথমে যে ভাল কাজটি করি সেটা হলো এমন একটি প্ল্যান আর দ্বিতীয়ত যে মস্তবড় ভুলটি করি তা হলো সাথে কোন পানি নেইনি।
যাই হোক, প্রথমত ভালই লাগছিল হাটতে। বিশাল মরুভুমি । আগে শুনতাম মরুভুমির গল্প এখন নিজেই হাটছি ব্যাপারটি ভাবতে একটু অন্যরকম লাগছিল।
মাঝে মাঝে বেশ উচু নিচু তবে হোচট খাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। কিছু দুর গেলে দেখি বালুর উপরে বালু ফেলে উচু করে ইট পাথর দিয়ে বড় একটি ব্রিজ। এর নিচে গেলে শা শা শব্দ। ভয় ভয় লাগে।
তার পড়ও পথ চলা থামায়নি।
এখন লেগেছে প্রচুর পানি পিপাসা। বাপরে রে বাপ। জীবনে চিন্তাও করিনাই পানির পিপাসা এতটা মারাত্বক।
অনেক দুরে একটি দোকানের খোজ পাই। টাকা দিয়ে পানি কেনার অভ্যেস এখনো ঠিকমত হয়ে উঠেনি তাই একটি ম্যারিন্ডা কিনি।
যাক এখন শান্তি লাগছে।
আবার আসার পথে পানি পিপাসা আরও বেশী মনে হচ্ছে কারন তখন পানির না খাওয়াতে পিপাসা রয়েই গেছে।
এদিকে পা দুটোর অবস্থা এমন হয়েছে , দেখলে মনে হবে কেও আমাকে চোর পিটানো পিটিয়েছে। অবশেষে বাসা দেখা যাচ্ছে দুর থেকেই। মুখে হাসি।
হা হুতাস বা ঘটনাটি বলার মত কাওকে পাইনি।
একটি নতুন একপিরিয়েন্স। ভাল লাগে। ভাল কিছু পেতে হলে কষ্ট পেতে হয় এটাই জগতের নিয়ম। আবার নতুন করে শিখলাম।
এ নিয়ম অতি বাস্তব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।