ওয়াসিকুজ্জামান অনি
বহু, বহুদিন পর
আমি রাস্তায় হাটতে গিয়েছিলাম,
এয়ারকন্ডিশন গাড়ীর টিন্টেড জানালায়
যা এতদিন দেখিনি তা দেখে এলাম।
হাটতে বেরিয়ে
মনটা একটু খারাপ হয়ে গেলো
ফেলে আসা দিনের
অনেক কথা মনে পড়লো
ঐযে দেখছো কালভার্টটা
ওখানে সরু একটা রেলীং দেয়া
সাকো ছিলো,
সেই সাকোতে বসে বন্ধুদের
সাথে স্বাদ নিয়েছিলাম প্রথমসিগারেটের
কি দিন ছিলো।
নিচে ঝরনার কল কল
জল বয়ে যাওয়া দেখতাম আনমনে
প্রথম প্রেম সর্নালীকে নিয়ে
কলেজ পালিয়ে
এখানটাতেই বসেছিলাম।
কাপা কাপা হাতে
এখানেই তার হাত প্রথম ধরেছিলাম।
সেই সাকো আর নেই
রয়েছে মস্ত একটা কালভার্ট,
আর সেই পায়ে চলা প্তহ
হয়েছে হাইওয়ে
গুম গুম করে ছুটে চলেছে
পাথর আর কয়লা বোঝাই ট্রাক।
আসলে হাটতে না আসলেই
ভালো হত,
শুধু শুধু মনটা খারাপ হয়ে গেলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।