আমাদের কথা খুঁজে নিন

   

শার্ট এবং ..................( ২য় পর্ব )



(প্রাক কথন) ইন্টার । পড়ি এম সি কলেজে । ফার্স্ট ইয়ার ফাইনালে কলেজে প্রথম পাঁচে ছিলাম, ভেবেছিলাম সেকেন্ড ইয়ার ফাইনালেও ভাল করব। কিন্তু রেজাল্ট তুলতে গিয়ে দেখি মাত্র ২.৮ পেয়েছি, সব সাবজেক্টে এট লিস্ট মার্ক ধরলেও আসে ৩.৫। কিছুই বুঝতে পারি না।

হতাশ লাগে, মনে হয় ভাল করতে পারব না। ফ্রেন্ডরা বলে নিশ্চিত ভুল হইসে ওদের, তুই চিন্তা করিস না। ত ,ভর্তি হলাম একটা কোচিং সেন্টারে, নাম সানরাইজ। আসছি, যাচ্ছি, পরীক্ষা দিচ্ছি, কনফিডেন্স ফিরে পাচ্ছি। মনে হচ্ছে না , এ প্লাস পেয়ে যাব।

( মূল ঘটনা ) .................. মডেল টেস্ট শুরু হয়েছে কোচিংএ । সকাল ১০টায় শুরু হয়, শেষ হয় ১ টায়, পরিচালক চায় আমরা যাতে অভ্যস্থ হই। আমরাও সাত পাঁচ না ভেবে যে যাই বলে তাতে রাজি হয়ে যাই ( ইন্টারের সময়টা এরকমই ) এক বুধবার, কোচিং এ physics পরীক্ষা। খুব ভাল পারি , রাতে পড়েছিও, সকাল সকাল বাসা থেকে বের হলাম, নাস্তা করতে হবে বাইরে। রাস্তার মোড়ে এসে দেখি রিক্সা টিক্সা কিছুই নাই, তাই হাটা শুরু করলাম।

পরনে খয়েরী শার্ট, একই কালারের পেন্ট, ব্যাগটা ক্রস আকারে পিঠে ঝুলানো । সবে মাত্র বৃষ্টি শেষ হল, আকাশ হাল্কা মেঘলা, একটু ঠান্ডা বাতাসও বইছে, আমার ফেব্রিট ওয়েদার, খুব এনজয় করছি, রাস্তায় একটা বিলবোর্ড ভেঙ্গে পরে আছে। আমি দ্রুত সস্তা দরের রেস্তোরায় নাস্তা শেষ করলাম। এরপর আসল চা( আমি আবার চায়ের পর পানি খাই, কিন্তু ওই দিন কেন যে খেলাম না!) হাটছি, ৮টা ৫০ বাজে, এখন আছি স্টেডিয়ামে , ভেজা রোডে হাটতে ভালোই লাগছে । রাস্তায় মানুষ জন একেবারেই নেই, কোচিং এ পৌছতে আরো ১৫ মিনিট লাগলো।

এসে দেখি বাবলুকে , আর কেঊ নেই, কোচিং ই এখনো খুলেনি ! বাইরে রাস্তায় এসে দাড়ালাম, বাবলু যথারীতি কিসব যেন বলতেছে, আমি হু হু করে যাচ্ছি, আমার কোন মনযোগ নেই । চায়ের পর পানি খাইনি, মুখ আঠা আঠা লাগছে , পানি এখন আমাকে খেতেই হবে, কই যে পাই? একটা দোকানো খুলেনি। জানি বাবলু পানি আনে না, তারপরো ওকে জিজ্ঞসে করলাম, " পানি আনসৎ নি? " " আমি কঅই থেকি পানি আনমু বে? " অবশ্য বাবলু আমাকে পরামর্শ দেয় , ইতিমধ্যে একটা মেয়ে এসেছে ওর কাছে থাকতে পারে। তখন মেয়েদের সাথে কথা বলি না, বললাম বাদ দে। কাছেই একটা চাইনিজ রেস্টুরেন্ট দেখা যায়।

ওখানে পাওয়া যাতে পারে। গিয়ে বললাম, " পানি আছে নি? " ওই লোক বল্লো," পানি আসে, এখন লাগত নায়। " এরপর থেকে আমি পাঞ্জাবী আকারের শার্ট আর পেন্ট পরা ছেড়ে দিয়েছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।