ফটোগ্রাফি, ভ্রমন, সিনেমা, ওয়ার্ডপ্রেস, এবং সব এলোমেলো ভাবনা
ব্লগ লিখার উদ্দেশ্য কি? আমার যা সাধারন জ্ঞানে মনে হয় তা হলো, যা-কিছু-লিখতে-ইচ্ছে-করে সেটা কোন দিকে না তাকিয়ে লিখে যাওয়া। সেটার পাঠক জুটুক না জুটুক সেটা কোন ঘটনা না, লিখাটাই হলো উদ্দেশ্য। এর মধ্যে যদি পাঠকের অনুপ্রেরণা জোটে তাহলে সেটা হলো বাড়তি পাওনা।
এই খানে এমন সব কিছু লিখা যায় যা অন্য কোথাও সম্ভব না। তাই পরিচয় গোপন করে ছদ্ম নাম নেয়া।
এক জন ব্লগার দশটা ছদ্ম নামে লিখে গেলেও কেউ খোঁজ নিতে যাবে না এর পেছনের মানুষগুলো আসলে কে ? মোট কথা, লেখাটাই হলো মুখ্য উদ্দেশ্য, লেখক না।
তাহলে এই সব ব্লগীয় আড্ডাগুলোর উদ্দেশ্য এবং স্বার্থকতা কি? এই আড্ডাগুলো ব্লগারদের জড়ো করছে। বের করে আনছে ছদ্ম নামের আড়ালে লিখে যাওয়া পেছনের মানুষটাকে। একজন ক্যামেরাম্যান ছদ্মনামে স্বচ্ছন্দে যে লেকাগুলো পরিচয় গোপন করে লিখে যেতে পারে, নিজের পরিচয়টা প্রকাশ হওয়ার পরে সে কি ততটুকু স্বচ্ছন্দে বলতে পারবে সেই কথাগুলো? আমার মনে হয় না।
তাই এই সব ব্লগিয় আড্ডাগুলো আমার কাছে অনর্থক কাজ মনে হয়, যা উপকারের পরিবর্তে বরং ক্ষতিই করতে পারে একজন ব্লগারের এবং তার লেখার।
আপনার কি মত?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।