আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগিয় খেলা সংক্রান্ত ঘোষণা ও নিয়মাবলী নিম্নরূপঃ

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

গত ৯ মে ব্লগে "এ কেমন কথা! এ কেমন আনন্দ! এ কেমন খেলা! শুরু“ হতে যাচ্ছে. . ." শিরোণামে একটি পোষ্ট দেওয়া হয়েছিলো। Click This Link এই পোষ্টটি ছিল ব্লগিয় খেলা সংকান্ত। এই খেলার কিছু নিয়মাবলী নিচে দেওয়া হলোঃ ১. প্রতিটি খেলার শুরুতে বিবরণ দেয়া থাকবে। ২. প্রত্যেকটি খেলা কয়েকটি লেভেলে সম্পন্ন হবে। ৩. প্রথম লেভেল পার করলে দ্বিতীয়, তৃতীয় এরপর ক্রমান্বয়ে লেভেলগুলো আসতে থাকবে।

৪. নিচের লেভেলে অংশগ্রহণ না করেই(প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি) উপরের লেভেলগুলোতে অংশগ্রহণ করা যাবে। ৫. প্রতিটি লেভেল সম্পন্নকারীর ব্লগীয় নেম(নিক নেম) লেখায় (অথবা খেলায়) সংযোজিত হবে। এখানে উল্লেখ্য যে, যে ব্লগার সবার প্রথমে লেভেল সম্পন্ন করবে তার নাম সংযোজিত হবে। এক্ষেত্রে দু’জন ব্লগার যদি ১ মিনিটের ব্যবধানে লেভেল সম্পন্ন করেন তবে দু’জনের নামই সংযোজিত হবে। ৬. প্রতিটি লেভেল সম্পন্ন করার জন্য ব্লগারদেরকে সবোর্চ্চ একদিন সময় দেয়া হবে (২৪ ঘন্টা)।

একদিন পর যদি ব্লগারদের কেউই লেভেল সম্পন্ন করতে না পারেন তবে লেভেলটি আমার দ্বারা সম্পন্ন করে পরবর্তী লেভেলে খেলার জন্য আবারো সবাইকে সুযোগ দেওয়া হবে। বিঃ দ্রঃ খেলার নিয়মাবলী বিবেচনা সাপেক্ষে পরিবর্তিত হতে পারে। খেলায় যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। উদ্বোধনী খেলা শুরু হবে ১৫ মে শুক্রবার রাত ১২টা ০০ মিনিটে (যদি কোনো গোলোযোগ না হয়)। এই ঘোষনাটি কালকেও পোষ্ট করা হবে।

প্রথমবার পড়ে থাকলে দ্বিতীয়বার পড়তে শুরু করে নিজেকে দয়াকরে বিরক্ত করবেননা। বিনীতঃ সুমন অহেমদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.