ব্যক্তিগত জীবনে আমি একজন "কম্পিউটার সিষ্টেম এডমিনিষ্ট্রটর", এর বাইরেও একটি জগত আছে যা আমি ক্রমন্ময়ে উপস্থাপন করব । আপনারা শুধু এইটুকু সুযোগ দিবেন আশা করছি। ধন্যবাদ ।
দিনে রাতে বসে বসে লিখছি কত ছড়া
স্বপ্ন ছিল দেখবে সবাই মিলবে তাহে সাড়া
কমেন্ট করবে ব্লগের ভাষায়
বসে থাকি শুধু সেই আশায়
ভুল ত্রুটি ছাপিয়ে গিয়ে ফুটবে আলোর ধারা
ব্লগ বাসীর সময় কোথায় মেলে
পক্সি দিয়ে কেউ চলে যায়
কেউবা থাকে ভিন্ন আশায়
এভাবে পোষ্ট যায় তলিয়ে তলে
গুরুত্বহীন হয় গুরুত্বপুর্ণ্য
অধিক গুরুত্ব পায় যে শূর্ন্য
ব্লগারের আর্শিবাদে
ছড়া সাধা তেমনি বিকার
কৃপা যদি হয় দেখে একবার
তারপরে যায় রিসাইকেলের ফাঁদে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।