আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগিয় হরতাল, বর্জন ! এটা কি নতুন কোন অধ্যায়?



সকালে অফিসে আসতে গিয়ে এমনিতেই অবরোধের মধ্যে পড়েছিলাম। বৃষ্টির অবরোধ। বাস থেকে নামার আগেই প্রচন্ড বৃষ্টি শুরু। বৃষ্টির অবরোধে কিছুক্ষন অপেক্ষা করে তারপর ভিজেই অফিসে পৌছালাম। মেইল চেক করতে গিয়ে দেখি এখানেও অবরোধ, নেট নেই।

শুক্রবার, আইটির-ও কেউ নেই। পরে ফোন করে ব্যবস্থা করলাম। করতে করতে বেশ অনেকটা সময় লেগে গেল। যাই হোক, এবার ব্লগ চেক করার পালা। ওপেন করেই হতবম্ব।

দ্বিধান্বিত হয়ে পড়লাম বিভিন্ন পোষ্ট দেখে। শুরু থেকে কিছুই জানিনা অথচ ঢোকার পরপরই ব্লগিয় বর্জন, হরতালের অবরোধের খবর দেখে আশ্চর্য হলাম, ব্যপারটা কি? সব জায়গায় অবরোধ। ব্লগ বিরতি, সাইন আউট হয়ে যাবার আহবান,অবরোধ, ব্লগ বর্জনে সামিল হবার ডাক ইত্যাদি, আসলে মূল ব্যপারটাই তো বুঝতে পারছিনা। এটা কি ব্লগের পুরানো কোন রীতি নাকি নতুন কোন অধ্যায়। যদি নতুন কোন অধ্যায় হয়ে থাকে তাহলে বিস্তারিত এ বিষয়ে কেউ কি জানাবেন?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.