সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
আমি জানি গো আমি জানি
যে পথের তরে সৃষ্টি আমি
সে পথের তরী বাইতে আমার
রক্ত ঝরবে জানি
তবুও যদি না হারাই এ পথের দিশাখানি।।
যে পথের পাওয়া সাধনাতে হায়
যে পথের দিশা প্রভু দিয়ে যায়।
যে পথে মাড়িয়ে চলতে হয় গো
মৃতু্যর কানাকানি
তবুও সে পথে নেই কোন দুখ্
নেই কোন ভয়-গ্লানি।।
যে পথের শুরু এই ভব হতে
যে পথের শেষ প্রিয় জান্নাতে।
যে পথে দেখে চলতে হয় গো
প্রভুর অমর বাণী
সেই সে পথের বাঁকে বাঁকে আছে
প্রভুর মেহেরবাণী।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।