৯০-এর দশকে লে. জে. হু. মো. এরশাদের শাসনামলের কীর্তি-কারবার দেখে কবি শামসুর রহমান লিখেছিলেন "উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ" নামে একটি বিখ্যাত কবিতা।
আর আজ আমরা কি দেখছি? আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি উচ্চ আদালত থেকে "রং হেডেড" খেতাবে ভূষিত। নতুন নতুন মন্ত্রীরা হঠাৎ ক্ষমতা পেয়ে যারপর নাই পাগল হয়ে গেছে। উনাদের কাজ-কর্ম ও কথা-বার্তা শুনে পাগল না ভাবার কোন কারণ নেই।
সম্প্রতি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জলিল সাহেবও দল ও দলের শীর্ষ নেতৃত্ব কর্তৃক 'ভারসাম্যহীন' (সাদা বাংলায় পাগল) ঘোষিত হয়েছেন। অবশ্য বহুমুখী চাপে তার আগে নিজেই নিজেকে 'ভারসাম্যহীন' বলে জীবন বাঁচাবার চেষ্টা করেছেন (কারণ ইতিমধ্যেই সুদূর লন্ডনে বসেই আওয়ামী সোনার ছেলেদের হাতে নাজেহাল হয়েছেন, দেশে ফিরলে কি হবে আল্লাহ মালুম তিনিই জানেন)।
আজ তাই কবি শামসুর রহমানের মত বলতে ইচ্ছা হয়, "উদ্ভট পাগলের পিছে চলেছে স্বদেশ"।
আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক সাহেবও নাকি পাগল হয়ে গিয়েছিলেন। (এ বিষয়ে প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ সাহেবের লেখাটি পড়ুন "ভাগ্যাহত আবদুল জলিলের পুর্বসুরি আছে, উত্তরসুরিও থাকবে")
আওয়ামী লীগ কি পাগলের দল না কি? এখানে শীর্ষ নেতারা পাগল হয়ে যান। আওয়ামী লীগ যারা করেন, তারাও কি সব পাগল?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।