এবছরের শুরুতে কক্সেসবাজার থেকে টেকনাফ হেঁটে ট্রেক করার পর আরো কয়েকদিন ছুটি থাকায় আমি, রাহাত ভাই, ত্রিভুজ, মন্জু ভাই ও ইসতিয়াক সেন্টমার্টিনের পথে রওয়ানা দিয়েছিলাম। এর আগে অনেকবার এই দ্বিপে আসলেও কখন ডাইভিং বা স্নোরকলিং করা হয় নাই, রাহাত ভাইএর মাধ্যমে স্কুবা ডাইভিং এর মুজিব ভাই এর কাছে থেকে কিছু যন্ত্রপাতি নিয়ে আমরা পানির নীচের জগতটা দেখার চেস্টা করেছিলাম। তখনি ঠিক করেছিলাম এর পরে পানির নীচের কিছু ছবি তুলতে হবে। বেশ অনেকদিন পর গত মাসে নতুন কেনা আন্ডারওয়াটার ক্যামেরা ও অন্যান্য সরন্জাম নিয়ে ঈদের ছুটিতে আবার রওয়ানা দিলাম প্রবাল দ্বীপে প্রবালের ছবি তুলতে। নীচে কিছু ছবি:
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
১১.
১২.
১৩.
১৪.
১৫.
১৬.
১৭.
পরিশিষ্ট:
এই ট্যুরের শেষে সোনাদিয়া যাওয়ার সময় মহেষখালি চ্যানেলে আমাদের একটা নৌকা ডুবি হওয়ায় দলের ১৩ জনের সকল ইলেক্ট্রনিক্স (ক্যমেরা, হ্যান্ডিক্যাম, ল্যাপটপ, মোবাইল ফোন সহ সকল কিছু যা ব্যাটারিতে চলে) এর সলিল সমাধি হয়। আমার এই ছবি গুলা হার্ডডিস্কে ছিল এবং অনেক কস্টে উদ্ধার কৃত
নীচে কিছু হাই ডেফিনেশন ভিডিও:
Coral: zYsn6ipCR8E
Fish1: EZ8gfmLMoYU
Fish2: Ivfy9Pw2FcU
Fish3: hSXCt0Sm-wk
শেষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।