যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
বাধ্য হয়ে হিন্দি চ্যানেল দেখি। মানে দেখেছি ঈদে। বাংলা চ্যানেলগুলাতে বিজ্ঞাপনের ঝড় দেখে মেজাজ এত বিলা হইছিলো ইচ্ছা করতেছিলো চ্যানেলগুলার মালিকদের.......থাউক মুখ খারাপ না করি। তো হিন্দি চ্যানেল দেখতে দেখতে আমি হিন্দায়িত হবার চেষ্টা করলাম। হিন্দিতে বাতচিত করি।
এবং আমার হিন্দি শুইন্না সবার মনে হইলো তা চাইনিজের চাইতেও দূর্ভেদ্য। আরো অবোধগম্য হবার আগে একটু বাংলা চ্যানেলে ঘুইরা গেলাম। এবং সেইখানে দেখলাম একটা গান। বিশ্বাস করেন সেই গান শোনার পর থাইক্কা আমার মাথা ঠিক নাই। কয়েকটা লাইন এমন......
....দেখো ফিজিক্স ক্লাসে আজ কবিতা পড়াচ্ছে....
.......ফুটবল মাঠে শচীন উইকেট হারাচ্ছে....
.....সবই ঠিক আছে শুধু মাথা ঠিক নাই....
.....ইচ্ছে করে দু পা তুলে আকাশে দাড়াই.....
সেই থেকে আমার মাথা গরম।
একটু পরে পরে যাইয়া পানিতে একটু একটু মাথা ঢালি!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।