চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ শনিবার সকালে এ ভূমিকম্পের ঘটনা ঘটেছে।
এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার কাজ চলছে।
যুক্তরাষ্ট্রের জিওলোজিকাল সার্ভে জানায়, চীনের ইউননান ও সিচুয়ান প্রদেশে সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে পাহাড়ের পাথর পড়ে কয়েকটি গ্রামের রাস্তাগুলোতে প্রতিবন্ধকের সৃষ্টি হয়েছে।
সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ইউননান প্রদেশে তাঁবু ও পোশাক পাঠিয়েছে বলে জানায় সিনহুয়া।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, বেনজিলান শহরের নিকে ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।