আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবসায়ী বনাম ব্যওসায়ী



ঈদের আগে আগে সংবাদপত্রের পাতায় ভেজাল বিরোধী অভিযান চলার খবর পড়েছি। এছাড়াও পড়েছি ব্যবসায়ী সিন্ডিকেট কিভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করে থাকে। একটু স্বস্তি যে, ভ্রাম্যমাণ আদালত অভিযান চলাকালে এসব ভেজাল দ্রব্য নষ্ট করেছেন এবং বড় অংকের জরিমানা করেছেন। কিন্তু হতাশা এই কারণে যে এ অভিযানে এমন কিছু প্রতিষ্ঠানের নাম এসেছে যাদের এর আগেও জরিমানা করা হয়েছে। অর্থাৎ, তারা জরিমানা দিয়েছে ঠিকই কিন্তু তাদের নূন্যতম সচেতনতা, মূল্যবোধ তৈরি হয়নি। আগে গ্রামে কেউ নীচু, নিকৃষ্ট কাজ করলে তাদেরকে "ব্যওসায়ী" সম্বোধন করতো (হয়তো এখনও হয়)। যেমন, কোনো মেয়ে স্বৈরিণী হলে, কেউ মরা গরুর চামড়া ছাড়ালে তাদের বলা হতো "ব্যওসায়ী"। কিন্তু এখন যারা জনস্বার্থবিরোধী কাজ করে অর্থাৎ দ্রব্যে ভেজাল দেয় কিংবা দ্রব্যমূল্য বৃদ্ধিতে প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে আমরা কী ব্যবসায়ী বলবো নাকি "ব্যওসায়ী"?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.