আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবসায়ী ইমামসহ নিহত ৪

মাদারীপুরের রাজৈর, বাগেরহাট, কুমিল্লার চৌদ্দগ্রাম ও নীলফামারীর সৈয়দপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামসহ চারজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাটের ছাগলছিড়া এলাকায় গতকাল নসিমন উল্টে এক পাট ব্যবসায়ী নিহত ও তিনজন আহত হয়েছে। নিহত পাট ব্যবসায়ী জালাল মিয়ার (২৫) বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটে। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট : শহরের পুরাতন বাজার এলাকায় গতকাল সকালে প্রাইভেটকারের ধাক্কায় সুনীতা রানী বকশী (৪২) নামের এক নারী নিহত হয়েছেন।

নিহত সুনীতা বাগেরহাটের সাধনার মোড় এলাকার জুয়েলারি ব্যবসায়ী অশোক বকশীর স্ত্রী।

কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকার গোমতায় গতকাল সকালে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চালক নিহত ও তিন যাত্রী আহত হন। নিহতের নাম নজরুল ইসলাম (২৫)। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) : সৈয়দপুর বাস টার্মিনালে গতকাল দুপুরে রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় পঞ্চগড় কালেক্টরেট মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবদুল হক।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.