আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়া অভিমুখে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ যুদ্ধজাহাজ

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরেকটি যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে উপস্থিত হয়েছে। এটি পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন অপর পাঁচটি মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দিতে অগ্রসর হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শুক্রবার রাতে একথা জানিয়েছেন।

সিরিয়া হামলায় অংশগ্রহণের উদ্দেশ্যে ক্রুজ মিসাইল সজ্জিত পাঁচটি ডেস্ট্রয়ারের পাশাপাশি যুদ্ধজাহাজ ইউএসএস সান আন্তোনিয়োকেও পাঠানো হয়েছে।

তবে প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন, ২২শ’ মেরিন সেনা বহনকারী উভচর এ জাহাজটি ভিন্ন উদ্দেশ্যে ওই এলাকায় পাঠানো হয়েছে। সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করা হলেও এসব সেনাকে স্থলে নামানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তারা।

এই কর্মকর্তাদের মধ্যে একজন জানিয়েছেন, সান অন্তোনিয়োকে ভূমধ্যসাগরে পাঠানোর পরিকল্পনা অনেকই আগেই করা হয়েছে, তবে বর্তমান পরিস্থিতিতে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ডেস্ট্রয়ারগুলোর পাশাপাশি এটিকে মোতায়েন রাখাই বিচক্ষণ সিদ্ধান্ত হবে বলে মনে করছেন তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার লোহিত সাগর থেকে সুয়েজ খালে প্রবেশ করে সান আন্তোনিয়ো। শুক্রবার জাহাজটিকে পূর্ব ভূমধ্যসাগরে মোতয়েন ডেস্ট্রয়াগুলোর সঙ্গে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.