আমাদের কথা খুঁজে নিন

   

উদ্ধত নির্লজ্জ হলাম, মৃতের পায়ে লজ্জা ভেট্‌ দিয়ে

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

নৈঋতে কেন মুখ ফেরানো জানতে চাও, কল্পলোকের গল্পগুলোকে বাস্তবের বঁড়শিতে নিষ্ঠুর হাতে টানাও একেবারে টানটান। মেঘের জঠর থেকে জল নামলেও কেমন করে না তোমার ঐ প্রাণ। বাঁকা পাহাড়ে আগুন দিয়ে জ্বালিয়েছি নস্টালজিয়া, মাঠকোঠা দিঘল হরিণের চোখে বন্ধক রেখে হয়েছি চক্রের ধারক; এর মাঝে ঘুরে আসে সহস্র নীরব অনুযোগ, বিদ্রুপের হুলোধ্বনি, আমার নির্জন কোরক জনারণ্যে ছিঁড়েখুঁড়ে উড়াই ভস্মধ্বজা কাদামাখা বুকে অস্ফূট শয্যা সাজা; অনতিক্রম্য রাত ষড়যন্ত্রকারীর মতো মুখ ব্যাদান সমুখে অমিত কুয়াশা, হিজিবিজি শরত দোকান 'ভালোবাসা' বন্ধু চেয়েছিলো। জীবন উড়িয়ে লেজ চেয়েছে "লজ্জার ঘাগরা", ভুলগুলো বেড়ে গেছে প্রতিদিন, সাথে হৃতকম্পন - ঐ যে হয়ে গেলো "লাজদেবী"র তীব্র বিসর্জন। অবশেষে আমি উদ্ধত নির্লজ্জ হলাম মাসান্তের আলিঙ্গন মৃতের পায়ে ভেট্‌ দিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.