আমাদের কথা খুঁজে নিন

   

জ্বালো

তোকে দেখিনা, কতো হাজার বছর হয়ে গেলো...

তোমাকে আর ডাকবোনা কাছে, বাসবোনা আর ভালো, যতো পারো দুখের আগুন জ্বালো তুমি জ্বালো। হৃদয় আমায় আগ্নেয়গিরি আগুনে তার কী হবে, জ্বালিয়ে আগুন এ হৃদয়ে বাঁচবে তুমি কিভাবে। চোখের জলে ডুবছি আমি বসত তোমার কোন বাড়ী, পেয়েছো কি নতুন মানুষ একটু কি জানতে পারি। সুখের নেশায় মাতাল হয়ে বললে কেমন কথা, বেকার বলে এই আমাকে বলে দিলে যা-তা। একটু কি বাধা পেলে না তুমি তোমার অনুভবে… বাঁচবে তুমি কিভাবে… স্মৃতির পাতায় সুখের অতীত স্বপ্নঝড়া দিন, কিভাবে যে হয়ে গেলো অনেক বেশি মূল্যহীন। ভাবতে গেলে কান্না আসে, আসে মনে ঘৃণা, কেমন বোকা মানুষ আমি মানুষ চিনতে পারিনা। মেঘেরা আর হয়না বৃষ্টি, জোসনাতে আর নেই যে আলো… জ্বালো আগুন জ্বালো…

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.