নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কন্যা মনস্বিতা মেধাকে, ভালোবাসি কবিতা, গান, আর মানুষ, সকালের শিশির, সবচেয়ে বেশি ভালোবাসি আমার বাংলাদেশকে ধেয়ে আসছে লক্ষ পঙ্গপাল এই মানচিত্রের দিকে মাটির কিষাণ-কিষাণী বুকের কন্দরে আবার জ্বালো সেই অগ্নিমশাল! এই স্বপ্নভূমে জোব্বা-হিজাব করছে অলৌকিক সহবাস। কলুষিত এই মাটি স্বদেশ ভূমি! সবুজের গালিচা নূরানী দানবের আতর গন্ধী রক্তে বীর্যে, জান্তব মিলনে পয়দা হয়ে নূরের ফেরেশতারা ফোটাচ্ছে আতশবাজী, ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে পালিত হচ্ছে আজ জঙ্গী জারজ পঙ্গপালের জন্মোৎসব বিজয় উল্লাস। ঘুমিয়ে গেছে তোমার খোকা! বর্গীরা সব ধেয়ে আসে তুমিও কি অন্ধ হলে, বধির হলে, পিঠের উপর কুলো দিলে? চোখের ঠুলি, কানের তুলো, পিঠের কুলো ছুড়ে ফেলো স্বদেশ আমার! সাজো আবার যুদ্ধ সাজে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।