আমাদের কথা খুঁজে নিন

   

জ্বালো জ্বালো আগুন জ্বালো!!!!



হায় আমার জনগন পাকিস্তানে তো আগুন জ্বালাইয়া দিছি। গত দুইমাস ধরে পাকিস্তানে আছি। আসছি ট্রেনিং এ। খানাদানায় বেশ কয়েকদিন কষ্ট পাইতেছিলাম। হোটেলে আমাগরে যেই খাবার দিত, সব থাই ফুড, কিন্তুমিস্টি।

কত আর মিস্টি খাই। প্রতি বেলায় মিষ্টি খাবার খাইতে খাইতে পাগল হয়ে গেছিলাম। এরপর কড়া কইরা একটা মেইল করছি আমাগো কওরডিনেটর এর কাছে। সে তো মেইল পাইয়া পুরাই মাথা খারাপ অবস্থা। সাথেই সাথেই খাবার মেনু পরিবর্তন কইরা পালাইছে।

এখন তো প্রতি বেলায় চিকেন উইং, সুফ, আইসক্রিম দেয়। এখানে দশ দেশের মানুষ থাকে। কেউই পারল না এই কাজটা করতে। হায় আমার জনগন তোমাদের বুজতে হবে বাঙালীরা সব জায়গায় আগাইয়া আছে। দোয়া রইল তোমাদের সব জনগনের প্রতি।

.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.