কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
১৭ তারিখ বৃহস্পতিবার যানজট হইতে পারে তাই সবাই আগে বের হয়ে যাবেন। কেউ জিজ্ঞেস করলে বলবেন আমার নামে ছুটি।
১৮ তারিখ শুক্রবার যথারীতি ছুটি যেহেতু জুম্মাবার এবং শবে কদর তাই আলাদা প্রস্তুতি নিতে হবে বুধবার থেকে।
১৯ তারিখ শনিবার যথারীতি সরকারী ছুটি ঈদের প্রস্তুতি মূলক ছুটি ।
২০ তারিখ রবিবার যেহেতু আপনার পরিবার বাড়ীতে চলিয়া গিয়াছে আপনার অফিস করার কোন প্রয়োজন নাই।
এই দিন আমার নামে আরেকদিন ফাকিবাঁজি ছুটি ঘোষনা। সরকার ঘোষনা করুক বা নাই করুক।
২১ তারিখ সোমবার চাঁদ দেখা যাবেই তার প্রস্তুতি নিতে বাইনোকোলার সংগ্রহ করিতে গ্যালিলিও গ্যালিলির আবিস্কার এর তথ্য সংগ্রহ করিতে গুগল সার্চে সময় দেয়ার জন্যে ছূটি।
২২তারিখ মঙ্গলবার চাঁদ দেখা গেলে অথবা না গেলেও এই দিন ঈদ অবশ্যই সরকার এই দিন কাউকে কাজের জন্যে কিছু বলবে না। তবে সোয়াইন ফ্লুর সতর্কতার জন্যে আক্রান্ত ব্লগার রা ঢাকার বাহিরে ঈদ করবেন না।
২৩ তারিখ বুধবার এই দিন টিভির অনুষ্ঠান দেখতে দেখতে চোখে ক্লান্তি ভাব আসবে। যেহেতু অনেক টাকা গচ্ছা গেল তাহা নিয়া ভাবিবার অবকাশ যাপন দিবস হিসাবে ছুটি অতিবাহিত করবেন।
২৪তারিখ বৃহস্পতিবার ঈদের পরের প্রথম কর্মদিবস হওয়ার কথা। যেহেতু বস্তাপঁচা নাটক দেখতে দেখতে চাকুরিতে যোগ দেয়ার অনিহার কারণে একদিন আমার নামে ফাকি বাঁজি ছুটি ঘোষনা।
২৫ তারিখ শুক্রবার যথারীতি সরকারী ছুটি।
তবে গায়ে মেজমেজি ভাব খানা না যাওয়ায় এবং পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকায় ডাঃ রের শরনাপন্ন হওয়ার চেষ্টা করা।
২৬ তারিখ শনিবার যানজট বসের ধমকি কাজের আতংক দুর্বল চিত্তে কাজের দিকে এক,পা এগুবেন তো দু, পা পিছুবেন এই আগ পিছ করতে কাজের কারাগারে প্রবেশ অনেকে করবেন হয়তো।
আসলে সরকারী ছুটি ফাকিঁ বাজি ছুটি সহ কয়দিন। ব্যাংক খোলা থাকবে তো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।