সালাম তোমায় ছিনতাইকারী
তুমি যে মাননীয়।
আনিসুল হক তাঁর লেখনীতে
করেছেন বরণীয় ।
পনেরো সেপ্টেম্বরের প্রথম আলোতে
তাঁর গদ্যটি পড়ে।
সম্ভ্রমে নুয়ে গেল যে গো মাথা
তোমাদের কৃতিত্ব স্মরে।
এম-পি মন্ত্রী-র সাথে তোমরাও
ভি আই পি হয়ে গেলে।
এখন থেকে তাদের সুবিধাও
তোমরাও অবহেলে।
পারিবে সদাই ভোগ করিতে
নিজ নিজ ঘরে বসে।
তোমাদেরও মেদ ভুঁড়ি বাড়িবে যে
পথযাত্রীদের পিষে।
পুলিশ তোমাদের সেলাম টুকিবে
থাকবে বডিগার্ড হয়ে।
মাঝে মাঝে তাহাদেরও হাতে দিও কিছু
খুশী থাকবে তা পেয়ে।
যুগ যুগ জিও হে ছিনতাইকারী
তোমরা সমাজ-মাথা।
তোমাদের দয়ায় বেঁচে যেন থাকে
ভবিষ্য জাতির মাথা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।