আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)
নয় তারিখ ড: ওয়াজেদ মিয়া ইন্তেকাল করেছেন। দশ আরিখ আমার অর্থনীতি ১ম পত্র পরীক্ষা ছিল।
তো গার্ডের স্যার কথা প্রসন্গে বললেন হাসিনা ত লোকটাকে গোনায় ই ধরত না। স্বামী যে কি সম্পদ তা ও বুঝল না। এক ছাত্রী বলল স্যার ভূল বললেন অর্থনীতির ভাষায় সম্পদের প্রধান একটা বৈশিষ্ট্য হল হস্তান্তর যোগ্যতা কিন্তু স্বামী ত হস্তান্তর করা যায় না। এর হস্তন্তর যোগ্যতা নাই তাই এটা সম্পদ না। স্যার বললেন হস্তান্তর করা গেলেও কেউ করে না ও করবে না বুঝ তাইলে কত বড় সম্পদ হাসিনাই খালি বুঝল না।
স্যার আর ছাত্রীটির কথা শুনে কঠিন পরীক্ষা হলেও সবাই মজা পেয়ে হেসে উঠল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।