আমাদের কথা খুঁজে নিন

   

সম্পদের হিসাব দেবেন তারেকের শাশুড়ি

বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলার অনুমোদন পর নতুন করে নোটিশ পাঠানোর আবেদন করেছেন তার আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন। দুর্নীতি দমন কমিশন নতুন করে নোটিশ ইস্যু করলে সম্পদের হিসাব দিতে রাজি আছেন তারেক রহমানের শাশুড়ি।

আজ দুপুরে দুর্নীতি দমন কমিশনে সাংবাদিকদের একথা জানিয়েছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম।

তিনি জানান, দুদক থেকে সাত দিনের সময় বেঁধে দিয়ে সম্পদের হিসাব দেয়ার নোটিশ দেয়া হয়েছে। এত অল্প সময়ের মধ্যে সম্পদের হিসাব দেয়া সম্ভব না।

তাই এক মাসের সময় চেয়ে নতুন করে নোটিশ ইস্যু করতে দুদক চেয়ারম্যানকে অনুরোধ করে আবেদন করেছেন তারেক রহমানের আইনজীবী এএম মাহবুবউদ্দিন খোকন। তার সই করা আবেদনটি নিয়ে আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের এসব কথা জানান নাসিরউদ্দিন আহমেদ অসীম।

বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার  কমিশনের নিয়মিত বৈঠকে মামলার এই অনুমোদন দেয়া হয়।   গতকাল দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.