বরাবর
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিষয়- সংখ্যালঘু সমপ্রদায়ভূক্ত নীলুমনি দাসের আত্মস্বীকৃত হত্যাকারী, সর্বজন বিদিত পতিতা সরদারানী জাহানারা ও তার সন্ত্রাসীবাহিনীর অত্যাচার থেকে শানি-প্রিয় এলাকাবাসীকে রক্ষায় আপনার জরুরী হস'ক্ষেপের আবেদন ।
মহোদয়,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন আমি মো. নূরে আলম আপনার সদয় দৃিষ্িট ও প্রয়োজনীয় ব্যবস'া গ্রহনের জন্য আপনার নিকট লিখিত ভাবে অভিযোগ করিতেছি যে, জাহানারা বেগম , পিতা মৃত যদু মিয়া, ঢাকা জেলার ধামরাই থানা বালিয়া ইউনিয়নের রামরাবণ আদর্শ গ্রামের (ভবানহটির চর সংলগ্ন) গরীব গুচ্ছগ্রামবাসীদের কবরস'ানের জন্য বরাদ্দকৃত জায়গা অবৈধভাবে দখল করে দীর্ঘদিন ধরে স'ানীয় কুচক্রিমহল ও প্রশাসনের কতিপয় অসাধু লোকের যোগসাজসে পতিতাবৃত্তি ও মাদকদ্রব্যের পাইকারী ব্যবসা করে আসছে । ইতিপূর্বে তার এহেন অপকর্মের বিরুদ্ধে আমি এলাকাবাসীর পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ করলে ততকালীন থানা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ধামরাই থানা পুলিশ তাকে গ্রেফতার করেন । জেল থেকে বের হয়েই সে আরও বেশী বেপরোয়াভাবে তার পতিতাবৃত্তি ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে । এলাকায় সচেতন লোকজন তার এই অপকর্মের প্রতিবাদ করায় তাদরে বিরুদ্দে নারী নির্যাতনসহ মামলা সহ বিভিন্নবাবে হয়রানী করে ।
তার আপন ভাই সন্ত্রাসী আব্দুল করিম মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন বাছট বৈলতলা গ্রামের হানিফ মার্ডার কেসের ও ঢাকা জেলার ধামরাই থানা বালিয়া ইউনিয়নের রামরাবণ আদর্শ গ্রামের সংখ্যালঘু সমপ্রদায়ভূক্ত নীলুমনি দাসের অন্যতম আসামী । সে এলাকায় একজন পুলিশের তালিকাভূক্ত ডাকাত হিসবে পরিচিত । উক্ত জাহানারার কথিত স্বামী সাইদুর রহমান তার এই অবৈধ আস-ানা থেকে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে । মাদকসম্রাট সাইদুরের ভাই সিরাজ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন বাছট বৈলতলা গ্রামের দিনমজুর আব্দুল আজিজের কিশোরী কন্যা ধর্ষণ মামলার যাবতজীবন কারাদন্ড প্রাপ্ত আসামী । জাহানারা বাহিনীর প্রধান জাহানারা ও তার ভাই করিম বিভিন্ন মামলায় দীর্ঘ দিন কারা ভোগ করেছে ।
তার এ অপকর্মের প্রতিবাদ করে ইতিমধ্যে অনেক মানুষ হয়রানী ও অত্যাচারের শিকার হয়েছে । উক্ত জাহানারা বাহিনীর চিহ্িনত সদস্য হচ্ছে ১.জাহানারা ২. আব্দুল করিম ৩.সাইদুর ৪. ইব্রাহীম ৫. ছালাম ৬.আলী হোসেন ৭. হাফিজুরসহ আরও অনেকে ।
অতএব উপরোক্ত একাধীক অভিযোগের বিষয়ে উর্ধতন কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সুষ্ঠু ও দ্রূত তদন- সাপেক্ষে প্রকৃত অপরাধী এবং তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতার করে দৃষ্টান-মূলক শাসি' বিধানের জন্য এলাকাবাসীর পক্ষথেকে বিনীত আবেদন করছি ।
বিনীত
মো. নূরে আলম নান্নু
পিতা - মো. মীর হোসেন মাষ্টার
গ্রাম- ভাবনহাটি, থানা ধামরাই, জেলা -ঢাকা
মোবাইল নং
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস'া গ্যহনের জন্য প্রেরিত হলো
১. সচিব, স্বরাষ্ট্রমন্ত্রণালয়
২. মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ
৩. ডি.আই.জি, ঢাকা রেঞ্জ
৪. পুলিশ সুপার, ঢাকা জেলা
৫. সহকারী পুলিশ সুপার, সাভার সার্কেল
৬.ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধামরাই থানা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।