আমাদের কথা খুঁজে নিন

   

কথামালার গুচ্ছ গুচ্ছ মেঘ - ২

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

ছুটিগুলো যেন কাটতেই চাইছে না। বিরক্তি এসে গেছে। আর কত! ব্যস্ত না থাকলে নিজের ভেতরটা কেমন যেন জং ধরে যায়। কিছুই ভালো লাগে না।

তা সে যতই মুভি দেখি, বই পড়ি বা এক-আধটু লেখালেখি করি না কেন। এ কদিন যে কটা মুভি দেখেছি তার ইয়াত্তা নেই। কটার কথা লিখেছি আর বাকীগুলোর কথা লিখতে মন চাইছে না। সকালটায় আমি বরাবরেই রবীন্দ্রসঙ্গীত শুনি। আজও তাই করছিলাম।

পিসিতে লো করে ছেড়ে দিয়ে একটা বই নিয়ে বসেছিলাম। ফেং শ্যুই আর বাস্তুশাস্ত্র নিয়ে। ফেং শ্যু সম্পর্কে প্রথম জানি জি টিভিতে ওটা নিয়ে একটা প্রোগ্রাম দেখে। প্রতি সানডে দেখায় মনে হয়। ইন্টারেষ্টিং লাগে বিষয়টা।

নেট ঘাটলে আরো তথ্য বের করা যেত। সেদিন লাইব্রেরী থেকে মুভি আনতে যেয়ে কলকাতা থেকে প্রকাশিত এই বইটা পেয়ে যায়। খুব ভালো লাগছিল বইটা। ফেং শ্যুইয়ের কয়েকটা উপদেশ পড়ে ভালো লাগায় আমার বোনকে শোনাচ্ছিলাম। বোন শোনে বলে, "আরে তাইতো!"।

আমাদের গুরুজনদের কিছু কিছু কাজের তাৎপর্য নতুন করে অনুধাবন করে ক্ষণে ক্ষণে শিহরিতও হচ্ছিলাম। নিঃসন্দেহে এই বইটা জীবন সম্পর্কে নতুন করে ভাবতে প্রেরণা যোগাবে। আরেকটা বই নিয়ে এসেছিলাম। রামপ্রসাদী গানের উপর। এখনো পড়া হয়নি ওটা।

ওটা পড়তে ইচ্ছে করছেনা দেখে সুনীলের "প্রথম আলো" নিয়ে বসলাম। ওটাও কয়েক পাতা পড়ে আর পড়তে ইচ্ছা হল না। মুভি দেখতেও ইচ্ছে করছিলনা। দিন রাত আর কত মুভি দেখা যায়! কাল লোওয়ার ইষ্ট সাইডে গিয়ে কিছুক্ষণ হাডসন নদীর বাতাস খেয়ে এলাম। জায়গাটা খুব সুন্দর।

আর বাতাসটাও শরীরে এক ধরণের প্রশান্তি এন দিচ্ছিল। ভাবলাম কিছুক্ষণ ব্যায়াম করলে কেমন হয়। যেইভাবা সেই কাজ। Tae Kwon Do-র ট্রাউজারটা চাপিয়ে নিয়ে লাপানো ঝাপানো করলাম কিছুক্ষণ। অনেকদিন অনুশীলন না করতে করতে মশাল্লাহ্‌ সব কটা মুভ-ই খেয়ে ফেলেছি।

কয়েকটা কিক হাকাঁতে যেয়ে খেয়াল করলাম শরীরেও জড়তা এসে গেছে। পাটাকে আগে মাথার সমান উচুঁতে তুলে মারতে মারতাম এখন কোমড়ের উপরে তুলতেই টান লাগছে। ভেবেছিলাম এই রোজায় কয়েক পাউন্ড ওয়েট কমাবো। কিন্তু ওয়েটস্কেলের কাটা সকালে কম থাকেতো রাতের খাওয়ার পর আবার যেই কি সেই। ব্যায়াম শেষ করে এক গ্লাস জুস খেতে খেতে ঘরে পায়চারী করছিলাম।

কয়েক রাউন্ড হাটতে হবে এইবার। দেখি আমার ভাগ্নে আমার দেখাদেখি আমার পেছন পেছন হাটা শুরু করেছে আর নিজের মনেই হো হো করে হাসছে। মনটায় ভালো হয়ে গেল। তাকে বললাম, "কি করছিস রে"। সে তার নিজের ভাষায় যা বুঝালো তার মানে এই হতে পারে, "মামা তোমার সাথে আমিও পায়চারী করছি"


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।