আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ চাঁদাবাজি করছে একথা অস্বীকার করার উপায় নেই: আইজিপি



কোনো এলাকা চাঁদাবাজির ঘটনা ঘটলে, ওই এলাকার পুলিশের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ । আজ পুলিশ সদর দপ্তরে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জুলাই মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করার পর তিনি সাংবাদিকদের আরো বলেন : সারা দেশে চাঁদাবাজির বিরদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইওয়েতে চাঁদাবাজির কারণে জিনিসপত্রের দাম বেড়েছে- পত্রপত্রিকার এমন খবরে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয় বলে তিনি জানান। আইজিপি বলেন, হাইওয়ে চাঁদাবাজি বন্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে। পুলিশের মহাপরিদর্শক বলেন : জুলাই মাসে সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন কমলেও , নারী ও শিশু নির্যাতন এবং অপরহরণ বেড়েছে।

কিছ কিছু ক্ষেত্রে পুলিশও চাঁদাবাজি করছে এ কথা অস্বীকার করার উপায় নেই বলেও তিনি মন্তব্য করেন। আইজিপি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সন্ত্রাসকে দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থার ফল বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই সন্ত্রাস রোধে সেখানকার ১৫৮টি পুলিশ ক্যাম্প ফের সক্রিয় করা হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এসব ক্যাম্প সক্রিয় থাকলেও জোট সরকারের আমলে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। এ এলাকায় সন্ত্রাসের ধরন পাল্টেছে।

সেজন্য পুলিশও তার অপরাধ দমন কৌশল পরিবর্তন করেছে বলে আইজিপি জানান। চাঁদাবাজির ক্ষেত্রে পুলিশ কিংবা রাজনৈতিক নেতা-কর্মী যেই জড়িত থাকুক, সবাইকেই আইনের আওতায় আনা হবে বলে পুলিশের মহাপরিদর্শক সতর্ক করে দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.