সামনের বাড়িতে বিয়ে। যতটুকু জানলাম আজ গায়ে হলুদের অনুষ্ঠান। ডাবল ইউনিটের সারাবাড়িতে লালবাতি লাগানো হয়েছে। (বিদদুতের অভাবে কৃষক সেচ দিতে পারছে না, হাসপাতালে জরুরি অপারেশন...)।
অফিস থেকে বাসায় এসেছি রাত ৯টায়।
একটানা দ্রিম দ্রিম আওয়াজ। গানগুলি কি আহারে - - - মেরে অঙ্গে মেরে...
এ বিষয়ে একটি অভিজ্ঞতার কথা না বলে পারছি না। কিছুদিন আগে শ্যামলীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম। এক বিজ্ঞাপন এজেন্সীর মালিকের বিয়ে ছিল। ভাড়া করা সিনেমার এক্সটারা যে নাচানাচি করলো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়।
নাচানাচি না বলে নারীপুরুষের ঘষাঘষি বললেই ভালো মানাবে। এ ধরনের অভিজ্ঞতা ছিল ওই প্রথম।
বিয়ে নাকি একটা পবিত্র বন্ধন! সেখানে এধরনের ভাড়া করা শিল্পী এনে নাচানাচি ও গানবাদ্যের কি কি প্রয়োজন বুঝি না।
সামনে বিশ্বমন্দার হুমকি।
আমাদের জোর করে গান শোনানো হচ্ছে।
সামনে সারারাত।
দমাদম মাস্তকালেন্ডার..........................এখন চলছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।