আমাদের কথা খুঁজে নিন

   

মেঘপঞ্জিকা - সিনেমাকথন ১২

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

"আজ ফির জিনেকা তামান্না হে...আজ ফির মারনেকা ইরাদা হে"। "গাইড" মুভির একটা গানের প্রথম কয়েকটা লাইন। শচীন দেব বর্মণের সুর আর লতা মাঙ্গেশকার আর মোহাম্মদ রাফীর গাওয়া অসাধারণ কয়েকটি গানে ভরপুর অসাধারণ একটি মুভি। ওয়াহিদা রাহমানের নাচের ভক্ত আগে থেকেই ছিলাম।

"রাঙ্গিলা রে" গানে তার নাচ দেখে এমন ফিদা হয়ে গিয়েছিলাম যে ভারতনাট্যম আর কত্থক নিয়ে বেশ কদিন বুদ হয়ে ছিলাম। মানে ঘাটাঘাটি করছিলাম আর কি। এই মুভিতেও তার মাধুর্য্যময় নাচের উপস্থাপন এত অতুলনীয় যে দ্বিধায় পরে গিয়েছিলাম কার নাচ বেশি সুন্দর। ওয়াহিদা রাহমান নাকি মাধুরী দীক্ষিত। "গাইড" রিমিক হলে নাকি ওয়াহিদা রহমান মাধুরী দীক্ষিতকেই চাইতেন মুভির নায়িকা চরিত্র নিবানোর জন্য।

আমার দেখা দেব আনান্দের প্রথম মুভি এই "গাইড"। তিন ঘন্টা বসে থাকা কষ্টকর হলেও মনে রাখার মতো একটা মুভি। শেষের দৃশ্য কটাতো চোখে পানি এনে দিয়েছিল। মনে মনে হাসছিলাম ও। উপবাস রেখে উপবাসের উপর মুভি দেখছি।

রেটিং ১০ এ ৮.৬। ... ... http://www.imdb.com/title/tt0059246/ আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।