একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই
আরো একবার বাংলা গানের নকল!!
"মন ভালো নেই বারে বারে মনে হয়
তুমি পাশে নেই
ভাবি ধুর ছাই কেনো কাটে না সময়
সাতটি রং এ তোমাকে খুজে বেড়াই
বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়
রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই
ভালোবাসি তোমায় এতটা........."
ফুয়াদের ভ্যারিয়েশন নাম্বার ২৫ এর ৯ নাম্বার ট্র্যাক "তোমায় ভেবে লেখা"। শান্ত-র গলায় ফুয়াদের কম্পজিশনের অসাধারন একটা সফট মেলোডিয়াস মন খারাপ করা গান।
বলিউডের ছবি "তেরে সাং" এর একটা গান "তেরে বিন" এর সুর হুবাহু বাংলাটার নকল! অগাস্টের ৭ তারিখ মুক্তি পাওয়া এই মুভিটির মিউজিক ডিরেক্টর আনু মালিক। হ্যা, ইন্ডিয়ান আইডলের সেই সৎ নীতিবান বিচারক আনু মালিক, যে মার্ডার মুভিতে মাইলস এর "ফিরিয়ে দাও" নকল করছিলো। এবার উনার সাথে জুটছে বাপ্পি লাহিড়ি, যে কিনা আমাদের ইভা রহমানের সাথে ডুয়েট এলবাম বের করছিলো!
অবশ্য ফুয়াদ নিজে বানাইছে না সেও মারছে সেটা গবেষণা করা লাগবে। অবশ্য এখন আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের গান হরহামেশা বলিউডে নকল হয়। ব্যাস, ঐ পর্যন্তই। এরচয়ে বেশি আমাদের আর কি করার আছে?
**পোস্টের সকল বহির্গামী লিংক রিজিউম সাপোর্টেড মেগাআপলোড-ডট-কমের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।