আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয়রা এখন বাংলাদেশের সাপোর্টার

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর প্রথম কয়েক দিন খুবই খারাপ গেছে ভারতীয়দের। পুলিশ নিয়ে বাড়ি ফিরতে হয়েছে তারকা ক্রিকেটারদের। এখানে সেখানে দ্রাবিড়, শচিন আর ধোনির পুতুল পোড়ানো হয়েছে। এদিকে, সুপার এইটে ওঠার পর মোটেই স্বস্তিতে ছিল না বাংলাদেশ। দণি আফ্রিকাকে হারানোর পর বাংলাদেশের সীমান্ত ছাড়িয়ে ভারতেও অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশ দলের সমর্থনের।

ভারতীয়রা বাংলাদেশ ও শ্রীলংকাকে সেমিফাইনালে দেখতে চায়। প্রথম রাউন্ডে বাংলাদেশের কাছে হেরেই বিদায় নিতে হয়েছে ভারতের। ভারতীয়রা সে শোক কাটিয়ে এখন বাংলাদেশের খেলা দেখছে এমনই খবর দিয়েছে ভারতীয় মিডিয়া। দণি আফ্রিকার সঙ্গে বাংলাদেশের ম্যাচটিই যেন পরিস্থিতি উল্টে দিলো। ভারতীয়রা এখন বাংলাদেশ দলের কড়া সমর্থক।

ভারতীয় সাবেক ক্রিকেটর ও বাংলাদেশ দলের সাবেক কোচ মহিন্দার অমরনাথ বলেন, 'দণি আফ্রিকার মতো সেরা একটি দলের সামনে তারা আসলেই ব্রিলিয়ান্ট ছিল। দলটি বেশ আত্দবিশ্বাসী। তারা জানে, তারা জিততে পারে। ' এমনকি ভারতীয় ক্রিকেট প্রশাসনও বাংলাদেশকে নতুন করে চিনতে শুরু করেছে। বিশ্বকাপ সুপার এইট যেন বাংলাদেশ ক্রিকেটকে এক নতুন অভিজ্ঞতা দিতে যাচ্ছে।

বাংলাদেশের সামঙ্্রতিক পারফরমেন্সই ভারতীয় ক্রিকেটের দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্য এন স্রিনিভাসান বলেন, বাংলাদেশের ভালো খেলাকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। চলতি বিশ্বকাপে বাংলাদেশের কাছে ভারত হারার পর যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান লিখেছিল, বড় ভাইয়ে উপোর জবাবে গালে চড় মেরেছে ছোট ভাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.