আমাদের কথা খুঁজে নিন

   

ব্ল্যাকবেরি ভাগ হয়ে হবে ‘বিবিএম’

ব্ল্যাকবেরি স্মার্টফোন, মেসেজ সার্ভিস প্রভৃতি ব্যবসা আর না ভেঙে উপায় দেখছে না কর্তৃপক্ষ। সমস্যাজর্জরিত প্রতিষ্ঠানটির ভবিষ্যতের কথা ভেবে ব্ল্যাকবেরি ভেঙে আলাদা প্রতিষ্ঠান ‘বিবিএম’ তৈরি হতে পারে।
ব্ল্যাকবেরি মেসেঞ্জারকে (বিবিএম) আলাদা একটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর পরিকল্পনা করেছে ব্ল্যাকবেরি। ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে বলা হয়েছে, সমস্যাজর্জরিত কানাডাভিত্তিক মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠান ব্ল্যাকবেরি ভবিষ্যত্-পরিকল্পনা মাথায় রেখে ব্ল্যাকবেরি মেসেঞ্জারকে আলাদা একটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাবে।
মেসেজিং অ্যাপ্লিকেশন বিবিএমকে স্কাইপ, হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তার সঙ্গে প্রতিযোগিতায় রাখতে নতুন করে ভাবছে ব্ল্যাকবেরি।
বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, ব্ল্যাকবেরির হাতে এখন গুরুত্বপূর্ণ সম্পদ জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ্লিকেশনটি। স্মার্টফোনের বাজারে সংগ্রাম করতে থাকা ব্ল্যাকবেরিকে এখন বিবিএমের জনপ্রিয়তার বিষয়টিও খেয়াল রাখতে হচ্ছে। এ সেবাটিকে জোর দিতেই আলাদা একটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে চাইছে ব্ল্যাকবেরি।
সম্প্রতি বিবিএমের জনপ্রিয়তা ধরে রাখতে অ্যাপলের আইওএস ও অ্যান্ড্রয়েডের জন্য বিবিএম অ্যাপ্লিকেশন উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ব্ল্যাকবেরি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.