আমার এই পথ চাওয়াতেই আনন্দ............
কেভিন কার্টার- নামটির সাথে হয়ত অনেকেই পরিচিত ।
হ্যা, তিনি পুলিৎজার পুরস্কার বিজয়ী একজন বিশ্বখ্যাত ফটোগ্রাফার । আর যে ছবিটির জন্য তিনি এ পুরস্কার পেয়েছিলেন সেটি দেখুন-
ছবিটি তোলা হয় ১৯৯৪ সালে সুদানে দুর্ভিক্ষের সময়।
ছবিটিতে যে বাচ্চাটিকে দেখা যাছে সে ছিল খুবই ক্ষুধার্থ এবং প্রায় ১ কিমি দূরে অবস্থিত ইউএন ত্রান শিবিরের উদ্দ্যেশে যাওয়ার চেষ্টা করছিল । কিন্তু ক্ষুধার্থ এবং প্রায়ই কংকালসার শিশিুটির সে সামর্থও নেই।
আর অদূর একটি শকুন বসে আছে যে হয়ত শিশুটি মারা যাওয়ার অপেক্ষা করছে তাকে খাওয়ার জন্য ।
ছবিটি তখন সারা পৃথিবীতে আলোড়ন তুলেছিলো ।
কেউ শেষ পর্যন্ত জানেতে পারেনি শিশুটির ভাগ্যে কি ঘটেছিল এমনকি এ ছবির চিত্রগ্রাহক কেভিন কার্টারও নয় যিনি ছবিটি তোলার পর পরই স্থানটি ত্যাগ করেন।
উল্লেখ্য,এ ছবি তোলার ঠিক ৩ (তিন) মাস পরই তিনি হতাশায় আত্নহত্যা করেন হয়তবা এ ধারণা থেকে যে তিনি হয়ত ছবি না তুলে বাচ্চাটিকে নিকটবতী ত্রাণ শিবিরে নিয়ে
যেতে পারতেন।
তার ডায়রীর কিছু কথা:
"Dear God, i promise i will never waste my food no matter how bad it can taste and how full i may be. I pray that He will protect this little boy, guide and deliver him away from his misery. I pray that we will be more sensative towards the world around us and not be blinded by our own selfish nature and interests.
I hope this picture will always serve as a reminder to us that how fortunate we are and that we must never ever take things for granted."
বিষয়টি আসলে খুবই মানবিক এবং সাথে সাথে প্রচন্ড বেদনাদায়ক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।