আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতি থেকে অবসর নিলেন কেভিন রাড

রাজনীতি থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। গতকাল তিনি অবসরের ঘোষণা দেন। এসময় আবেগী কণ্ঠে লেবার পার্টির এ নেতা জানান, পরিবারের সিদ্ধান্তেই তিনি রাজনীতি ছাড়ছেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ার মতো দেশে দুইবার প্রধানমন্ত্রী হওয়া বিরল সম্মানের। সেইসঙ্গে গর্বেরও।

গতকাল বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে রাড বলেন, আমার জন্য পরিবারই সবকিছু, তারা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। চলতি সপ্তাহের শেষদিকে আর পার্লামেন্ট সদস্য থাকবেন না বলেও জানান রাড। বর্তমান প্রধানমন্ত্রী অ্যাবোটের সফলতা কামনা করে রাড বলেন, এদেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা খুবই কঠিন কাজ।

উল্লেখ্য, ২০০৭ সালে কেভিন রাড প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০১০ সালে তার ডেপুটি জুলিয়া গিলার্ড তার স্থলাভিষিক্ত হন।

পরে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি পুনরায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। সেপ্টেম্বরের নির্বাচনে তার দল পরাজিত হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.