শাফি সমুদ্র
চূর্ণ হয়ে যাক এই নগরী-গৃহস্থালি-আসবাব
প্রস্তুতি নিয়ে অবেলায় ঘরে ফিরুক নিঃসঙ্গ শিকারী
অগ্নিসংঘর্ষে ধর্মান্ধ ঘুমেরা জেগে উঠূক মানচিত্র থেকে
এই নগরী পুড়ে পুড়ে বিণাশের ছাই হোয়ে উড়ে যাক প্রত্নপথে
তুমি আর আমি মুগ্ধ চোখে দমকা হাওয়ার নৃত্য দেখি
ঘৃণা ও পাপের বড়শীতে পতন দেখি জ্বলন্ত নগরীর
ডাকাতের মতো সুদীর্ঘ নিঃশ্বাস তছনছ করে ঘর-দরোজা
দারিদ্রতার উপখ্যানে চোখ থেকে নামে জল-জোছনা
পরষ্পর ভুলে রৌদ্রের রঙ মেখে চূর্ণ হয়ে যায় সব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।