আমাদের কথা খুঁজে নিন

   

মেঘপঞ্জিকা - সিনেমাকথন ১১

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

একটা কমেন্ট মনে পরে গেল। এই মুভির গানগুলো নিয়ে একজন লিখছিল গানগুলো সব এক্কেবারে রাইট মোমেন্টের জন্য। খাটিঁ কথা। একেবারে ঠিক সময়ে, ঠিক কথনে, ঠিক সঙ্গীতে, ঠিক গায়কিতে, এবং ঠিক ভঙ্গিমায় গানগুলো বুনা যে, মনে দাগ কেটে যেতে বাধ্য।

জাগজিৎ সিং এর গান আর শাবানা আজমীর অভিনয় দক্ষতা মিলিয়ে পারস্পরিক সম্পর্কের উপর অসাধারণ একটা মুভি। আরেকজনের নাম উল্লেখ না করলেই নয়। সে স্মিতা পাটিল। অসাধারণ। অনেকদিন মনে রাখবার মতো একটা মুভি।

আর সংলাপ গুলোও এমন যে শুনে থম্‌ মেরে যেতে হয়। বার কয়েক কয়েকটা সংলাপ আমাকে স্তব্ধ করে দিয়েছে। বুকের গহীনে কোথাও চিনচিনে একটা ব্যথা তৈরী হয়। জানি না এর কারণ শুধু গান এবং কথাগুলো নাকি শাবানা আজমীর অভিনয়ও। রেটিং ১০ এ ৮.৫ ... ... http://www.imdb.com/title/tt0083578/ আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।