আমাদের কথা খুঁজে নিন

   

শুন্যতা



অপেক্ষায় থাকি। শ্রাবনের বৃষ্টির অবিরাম বারিধারায় সব ফাঁকফোকর অদ্ভুত টলমলে ভরে ওঠে। জীবন জীবন তুমি ভরে ওঠো এই অবিরাম বারিধারার সবুজে। জননের চিহ্ন পরিস্ফুট হয়ে ওঠে সবুজের অন্কুরোদগমে। অপেক্ষায় থাকি।ঘুমোই।আর সাইকেলের ক্রিং ক্রিং শব্দে জেগে উঠি। শব্দেরাও এমন সবুজ হ্য়? কিভাবে? কখন কিভাবে যেন আমি পাখী হয়ে এক শুন্যতার মধ্যে ভাসতে থাকি , উড়তে থাক। উপরে, আরো উপরের দিকে পাখা মেলি একটুকরো মেঘের জন্য ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।