আমাদের কথা খুঁজে নিন

   

টেলিফোনে শোনা গল্পটা....



বারান্দায় বসে পেপার পড়ছে ছেলে। পাশে বসা সত্তরোর্ধ্ব বুড়ো বাবা। চোখে দেখতে পাননা ঠিক মতো। কাছেই কোথাও একটা পাখি ডাকছে। বাবা ছেলের দিকে তাকালেন।

- এটা কোন পাখি, বাবা। - মনে হয় ডাহুক। বাবা আবার বললেন, কোন পাখি বললি। - ডাহুক। বাবা যখন তৃতীয়বার একই প্রশ্ন করলেন, একটু বিরক্তই হলো ছেলে।

- এক প্রশ্ন কতোবার করো বাবা। বাবা চেয়ার ছেড়ে উঠে গেলেন। একটু পর ভারি চশমাটা পরে, একটা পুরনো ডায়েরীর মাঝখান থেকে একটা পাতা বের করে ছেলেকে পড়তে দিলেন। ডায়েরীর পাতা: "আজ আমার ছেলে তিন বছরে পা দিলো। সকালে উঠোনে একটা পাখি ডাকতে দেখে সে বললো, এটা কোন পাখি বাবা।

আমি বললাম কোকিল। ছেলে ২১ বার আমাকে একই প্রশ্ন করলো। আমি ২১বারই উত্তর দিলাম। জন্মদিনে ছেলের একটা পাখি তো চেনা হলো..." ------------ কিছুক্ষন আগে বোধহয় কোনো টিভিতে এমন দৃশ্য দেখে একজন ইমোশনাল মানুষ, টেলিফোনে আমাকে এই গল্পটা শোনালো। শুনে, আমার মতো কাঠখোট্টাও কেমন যেনো ইমোশনাল হয়ে উঠলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.