আমাদের কথা খুঁজে নিন

   

টেলিফোনে বছর আট আগের এক সাধারণ কথোপকথন

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

অনেক অনেক সিডি আছে আমার- প্রায় সবই ব্যক্তিগত ডাটা, কিছু আছে আলোকচিত্র আর কিছু গান। শেলফ থেকে সিডির প্রায় দুঃসহ ভার কমানোর একটি প্রকল্প হাতে নিয়েছি সম্প্রতি। অ-গুরুত্বপূর্ণ জিনিসপত্র ফেলে দিচ্ছি প্রায় নির্বিচারে। ফেলতে ফেলতেই কিছু কিছু জায়গায় চোখ আটকে যাচ্ছে। মাঝে মাঝে হয়ে পড়ছি স্মৃতিকাতর।

তেমনই এক অ-গুরুত্বপূর্ণ কথোপকথন ব্লগের পাতায় তুলে রেখে সিডিটা ফেলে দিলাম। সামনে এরকম আরো কিছু ব্লগে তোলার ইচ্ছে আছে। যদিও এখন সবকিছু স্পষ্ট মনে করে উঠতে পারছি না। শুধু জানি, তখন আমার কথোপকথন লিখে রাখার একটা অভ্যাস (বদভ্যাসই নিশ্চিত!) ছিল। আর মনে আছে, এক বন্ধুর সঙ্গে এই কথোপকথনটি ইয়াহু মেসেঞ্জারে সম্ভবত হয়েছিল বছর আটেক আগে।

কী সৌভাগ্য, সেই বন্ধু এখন লন্ডন থেকে ব্লগিং করেন। এই কথোপকথন হয়তো তার চোখে পড়বে। বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের সম্পর্কে সমাজবিজ্ঞানীরাও এ থেকে কিছু উপাদান পেলেও পেতে পারেন! পূর্বকথা একদা একটি অসামান্য প্রেমের ইনিংস এগিয়ে চলছিল তুমুল বেগে। মুমু, যে এখন এক বিখ্যাত ক্রিকেটারের ঘরণী, তার সঙ্গে আমার বিয়ের ভাবনা ডালপালা মেলছিল সযত্নে। আর সেই সূত্রে জুলেখা চৌধুরীকে আমি খালা শাশুড়ি জ্ঞান করে যথাযোগ্য মর্যাদা দান করছি তখন।

কোনো এক রাতের ১০ ঘটিকায় শুরু হওয়া কথোপকথনের সূচনাটা তাকে দিয়েই হয়েছিল- কথোপকথন (১০.০০-১১.৪৫ টা) - বিরক্তিকর! ফোন ছাড়ছে না কেন? মুমুর মাও কি উনার মত? গল্প বাড়াইও না ... সিডনিতে ছোট খাট ফ্যাশন শো করলে ভাল ভাল প্রমোটর পাওয়া যেতে পারে। আমার ভীষণ প্রস্রাব পেয়েছে, উঠতে হবে - কষ্ট করে চেপে রাখো...ইটস আ চ্যাট - শালির সাথে কথা বাড়াইও না.. মুমু আর মুমুর মা বাবা রাজি থাকলেই চলে.. - উনিও এক ফ্যাক্টর - উনি আগে পরে বিরোধিতা করবেন। কারণ মুমু সুন্দরী, তার ঘনিষ্ঠ কারো জন্য চাইতে পারেন - এজন্যই তার ছেলেকে অস্ট্রেলিয়ায় থাকার জন্য বলছি - দেখছি, তুমি অনেক বড় ক্রিমিনাল - এটা তো নতুন কথা নয় - আই উইশ ইউর সাকসেস। পারবে আশা করি। - এখন দ্বিতীয় ওয়াইফের জন্য প্রার্থনা করো খাস দিলে - হু রিম্পা? না অন্য কেউ... - সাবরিনা।

- বিপদে পড়োনা, সালাম করতে করতে মরে যাবে, আহসানও পাবে। - বেটার টু ট্রাই ফর সাকিব’স শ্যালিকা। অবশ্য মোশাররফ বিপত্নিক হবে - তাতেও কোনো সমস্যা নেই। মাজার থেকে ডেইলি টাকা তো পাবো। মুন্সি মিয়ার মেয়ের জন্য আগ্রহ নেই... - সেখানে টাকার অনেক ভাগ হয়।

এখন সেই দিনকালও নেই। তুমি তাদের অবস্থা দেখতে পাচ্ছো নিশ্চয়ই। মুন্সি মিয়ার মেয়ে তোমাকে লন্ডন নিয়ে যাবে। - তুমি তো দেখি তার সাথে ভিলেজ পলিটিক্স করছো - এখন অনেক রাত.. ১০.৫০ খোলা আকাশের নিচে... - বাজারে আবার কিসের খোলা আকাশ? - তুমিতো বিলের পাশে থাকো - পাশে না অনেক দূরে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.