আমাদের কথা খুঁজে নিন

   

টেলিফোনে যখন ফিস ফিস

আল বিদা

এককালে ল্যান্ড টেলিফোনে প্রেম হত। রাত ১০/১১ বাজলেই শুরু হত গুনগুন। চলত যখন মুয়াজ্জিন কিছু বলত। টেলিফোনে কথা টেলিফোনেই প্রেম। সামনা সামনি দেখা হওয়ার বালাই নেই।

দেখা কর - দেখা কর বলে বলে মুখে ফেনা উঠে গেলেও অনেক সময়ই দেখা হত না। আমার বাসায় ফোন না থাকায় আমি এই সৌভগ্যবঞ্চিত। এরকম এক কালে আমার খুব কাছের এক আত্নীয়া প্রেমে পড়ল। ঐ ছেলে তাকে খুব পছন্দ করত। সকালে অফিস যাওয়ার সময় ফোন করে বলত 'অফিস যাচ্ছি'।

অফিসে গিয়ে ফোন করে বলত 'অফিস আসলাম'। লাঞ্চে যাওয়ার সময় বলত 'লাঞ্চে যাচ্ছি'। এসে বলত 'লাঞ্চ করে আসলাম'। ৫ টায় বলত 'বাসায় যাচ্ছি'। গিয়ে বলত 'বাসায় আসলাম'।

আর রাতে তো চলতই বাক বাকুম। ঐ ছেলে যদি ব্লগে লিখত তাহলে পোস্টের সংখ্যা যে কত হত। অফিস যাচ্ছি, অফিস আসলাম এই জাতীয় পোস্টে ভরে যেত। আবার তার সাথে কথা হল সে সুস্থ আছে সে চট্টগ্রাম যাচ্ছে ইত্যাদি ইত্যাদি পোস্টও অনেক দেখা যেত। বলাবাহুল্য এখন এই ফোন অন্য কেউ করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.