মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...
এর আগের সিনেমাকথনে লিখেছিলাম "আন্ধি"-র রেটিং আমার দেখা হিন্দী সিনেমার মাঝে সেরা। এখন দেখছি "Jaane Bhi Do Yaaro" তাকেও ছাড়িয়ে গেছে। ১০-ই ৮.৬। নাসিরুদ্দিন শাহ্ পুরা ফাটিয়ে ফেলেছে।
অসাধারণ একটা সিনেমা। হাস্যরসের মাধ্যমে দূর্নীতির যে চিত্র ফুটিয়ে তুলেছে তা এককথায় দুর্দান্ত। শেষে দ্রোপদির সিন-টায় হাসতে হাসতে গলা ব্যাথা হয়ে গেছে।
পুরা উরাধুরা একটা মুভি। ম্যজিষ্ট্রেট থেকে শুরু করে, কন্ট্রাকটর, পুলিশ, পেপারের এডিটর বাশ খাওয়া থেকে কেও বাদ পড়ে নি।
একটা মজার দৃশ্যের কথা বলি, নাসিরুদ্দিন শাহ্ আর তার বন্ধু, সাথে এডিটর যখন দূর্নীতিবাজ কন্ট্রাকটরের বাসায় গেল, কন্ট্রাকটর তখন তাদের তিনজনকে তার কুকীর্তির দলিল ফাঁস করে দিতে পারে ভেবে ঐ তিনজনের চেয়ারের নীচে টাইম বোম্ব ফিট করে রাখে। ঠিক ঠিক ৮ টা বাজলে ফুটবে। কিন্তু আদতে বোম্বটা ফুটে সাড়ে ৮ টায়। মানে আধা ঘন্টা লেট। হাসির কারণ কি আর বুঝিয়ে বলতে হবে?
অনলাইনে দেখুন
http://www.imdb.com/title/tt0085743/
আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।