মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...
এ কি শুনলাম আমি! আমার সমস্ত চিত্তকে যে আবিষ্ট করে ফেলছে এই গান, এই সুর, এই কন্ঠ। ক্ষণে ক্ষণে কোথায় হারিয়ে যাচ্ছে এই মন। এই মাতাল করা সুর যে আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেনা। যতবার-ই শুনি চিত্তের ক্ষুধা যে কিছুতেই মিটছে না।
এ কি হল আমার! আমি যে হারিয়ে যাচ্ছি সুরের মায়াজালে।
শুনছিলাম "আন্ধি" ছবির গান। মহান গীতিকার কিশোর কুমার আর লতা মাঙ্গেশকারের গলায়। গানগুলো এমন উন্মাতাল করে ফেলছিল যে, মুভিটা না দেখে আর থাকতে পারলাম না। গানগুলোতো একটা কারণ অবশ্যই।
আরেকটা কারণ সুচিত্রা সেন।
যারা মুভিটা আমার মতো এদ্দিন দেখেননি তাদেরকে বলছি, অসাধারণ কিছু গুণীর কাজ মিস্ করেছেন। দেখে নিবেন সুযোগ পেলে। ও হ্যাঁ আরেকটি কথা, IMDB-তে এই ছবির রেটিং ১০ এ ৮.২। আমার জানা মতে কোনো হিন্দী মুভির এটাই সেরা রেটিং।
নিজেই দেখে নিন - http://www.imdb.com/title/tt0178186/
গানগুলো কম্পোজ করেছেন প্রয়াত আর.ডি.বর্মণ এবং লিখেছেন গুলজার।
...
আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।