আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবিতে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস পালিত



ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস পালন করেছে ছাত্র ফেডারেশন। এ উপলক্ষে সংগঠনটি বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতীক মিসাইল দাহ করেছে। বেলা ১২.০০ টায় বিক্ষোভ মিছিলটি মধুর ক্যান্টিন থেকে বের হয়ে ক্যামঙাসের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, “আমরা ২০০০ সালের ২০ মার্চ থেকে এ দিনটিকে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসেবে পালন করে আসছি। ২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন বাংলাদেশে আগমনের মাধ্যমে এদেশের জাতীয় সমঙদ (তেল-গ্যাস-কয়লা) পাচারের অবৈধ চুক্তিগুলোকে ত্বরান্বিত করেছিল।

এরপর থেকেই মডেল পিএসসি চুক্তিসহ নানা অবৈধ চুক্তির মাধ্যমে জাতীয় সমঙদ পাচার করার পাঁয়তারা চলছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর দিন বদলের নামে বাংলাদেশকে মার্কিন-ভারত সাম্রাজ্যবাদের কাছে দেশ, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা বিকিয়ে দিচ্ছে। বক্তারা আরো বলেন, “আজকে কেবল বাংলাদেশে নয় ইরাক, আফগানিস-ান, পাকিস-ান, ফিলিসি-ন, আফ্রিকা সহ সারা বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদ তা পুঁজিবাদী থাবা ও মুনাফার লোভে যুদ্ধ চাপিয়ে দিয়ে্রেছ। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন সভাপতি আরিফুল ইসলাম, দপ্তর সমঙাদক এবং ঢাকা মহানগর শাখার সভাপতি প্রবীর সাহা, ঢাবি শাখার সভাপতি সৈকত মল্লিক, ঢাকা মহানগর শাখার সাধারণ সমঙাদক হাবীবুর রহমান, ঢাবি সাধারণ সমঙাদক মোস-ফা হামেদী। উল্লেখ্য, ২০০৩ সালের ২০ মার্চ ইরাকে মার্কিন আগ্রাসন শুরু হয়।

এর পর থেকে প্রতিবছর ২০ মার্চ সাম্রাজ্যবাদ বিরোধী দিবস পালিত হয়ে আসছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.