মানুষ হবার প্রচেষ্টায় জীবনে সুখী হতে গেলে আপনাকে দুটি মতবাদকে একইসাথে ধারণ করতে হবে। একটি হল সাম্রাজ্যবাদ এবং অন্যটি হল কামরাজ্যবাদ। তবে দুটি মতবাদকে একইসাথে ধারণ করা খুব একটা সহজ কাজ নয়। বেশীরভাগ মানুষের ক্ষেত্রে সাম্রাজ্য ও কামরাজ্যের সমন্বয়ে সুখ পাওয়াটা মরীচিকা হয়ে থাকে। সাম্রাজ্য এবং কামরাজ্যের ইংরেজি প্রতিশব্দ আমরা বানাতে পারি যথাক্রমে Money ও Honey।
জীবনের শুরুতে আপনি দেখবেন আপনার কামরাজ্য উপচে পড়ছে কিন্তু সাম্রাজ্যের অভাবে সুখ আপনি পাচ্ছেন না। আপনি দেখবেন সাম্রাজ্য নেই বলে আপনাকে কেউ মূল্যায়ন করছে না, নিরুপায় হয়ে আপনার কামরাজ্যকে হস্তের দ্বারস্থ হতে হয়। আবার জীবনের একটা পর্যায় যখন আপনার সাম্রাজ্য হবে তখন আপনার কামরাজ্য থাকবে না। হায়রে সেলুকাস।
সবাই সাম্রাজ্যবাদ নিয়ে আলোচনা করলেও কেউ কামরাজ্যবাদ নিয়ে আলোচনা করে না।
আমার এখানে প্রায় ২০০০ এর মত বন্ধু আছে যারা সাম্রাজ্যবাদের বিরোধী। তারা কি কামরাজ্যবাদেরও বিরোধিতা করবে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।