১. ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করিতে চাহিলে চোখ বন্ধ করিয়া জামাতের বিরোধিতা করিতে পারেন, কারণ জামাত ও তাহার বিশ্বব্যাপী রাজনৈতিক দর্শনের খাস মদদদাতা এই মহান প্রভূরা, যাহারা কোট-টাই পড়িয়া মাথায় ও থুতনীতে অধুনা আরব জাতীয়তাবাদের ধ্বজাধারীদের জিয়ল মাছের মতন ইসলামী দেশগুলোয় জীবিত রাখিতেছেন.. ২. মডারেট ইসলামী রাজনৈতিক দলের ফর্মুলা দিয়াছেন সৌদি আরব রাজতন্ত্র, তাহার প্রতি সমর্থন দিয়াছেন ও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করিয়াছিলেন বৃটেনের মহারাণী; রাণীর কৃপাভিক্ষাপ্রার্থী হইয়া আরব রাজতান্ত্রিক ফর্মূলায় বিকৃত হইয়াছে ইসলামের প্রকৃত আদর্শ ও ন্যায়ের ভাষা, চিরায়ত মানবমনের আশার সহিত প্রতারণা করিয়া তাহারা প্রতিষ্ঠত হইয়াছে এবং তাহাদের প্রভূ হইয়াছে খোদ মার্কিন সাম্রাজ্যবাদ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।