আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধী দলের অফিস ভাংচুর : সরকারের ভূমিকা কী?

মুহাম্মাদ রিয়াজ উদ্দিন

আজ একাধিক পত্রিকায় এসেছে খুলনা বরিশালসহ একাধিক জায়গায় ছাত্রলীগ বিএনপি দলীয় অফিস ভাংচুর করেছে। শুধু ভাংচুর করে ক্ষান্ত হয়নি কারো কারো হাত পা ভেঙ্গে ফেলেছে। বর্তমান সরকার গঠনের পর দেশে প্রতিহিংসার রাজনীতি থাকবে না বলে ঘোষণা দেন শেখ হাসিনা। কিন্তু বাস্তবে কী দেখতে পাচ্ছি?? সাত মাসের মাথায় কতজন বিরোধী দলের নেতা কর্মী নিহত হয়েছে তা খোদ অা.লীগ সমর্থিত খবরের কাগজে দেখা যেতে পারে। কিন্তু এমন টা কেন? রাজনীতি ছিল থাকবে।

কিন্তু কারো গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করে ক্ষমতার দাপট দেখানো কোন ধরনের মানসিকতা। চট্রগ্রাম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ম্যুরাল, জাতীয় স্টেডিয়াম থেকে সরে ফেলানো এটা কী শুধু সন্ত্রাসীদের কাজ? সরকার কিংবা প্রশাসনের একটু কী হাত নেই? সাধারণ জনগণ রাজনীতি বুঝে না এমনটা বিশ্বাস হয়ত প্রধানমন্ত্রী করবেন না। জিয়া কী ছিল কী করেছেন তা এদেশের মানুষ জানে। অাদালত দিয়ে মানুষকে জানানো যাবেনা । খোদ সরকার দলের মন্ত্রী বললেন জিয়া মুক্তিযুদ্ধ করেন নি।

তাহলে বঙ্গবন্ধু শুধুশুধু বীরত্ব পূর্ণ খেতাবটি দিয়ে দিলেন। মন্ত্রী মুক্তিযুদ্ধ চলাকালীন কী করেছেন তা মানুষ জানে না কিন্তু জিয়া কী করেছেন তা দেশের অাপামর সাধারণের স্মরণে অাছে এবং থাকবে। ক্ষমতার পালাবদেল নাম অার ছবির রাজনীতি মানুষ চায় না। দেশের উন্নতি এখন সকলের কাম্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.