আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজিবাদী বন্ধুত্ব?

অকাট মূর্খ যাকে বলে আমি তাই। সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা। পোড়া কপাল!!
============================================= কথাগুলো একান্তই আমার ব্যক্তিগত। আমার উপলব্ধি এগুলো। হয়তো এ কথাগুলো নিয়ে অনেক আলোচনাও হয়েছে নানাভাবে, নানা আঙ্গিকে।

সুতরাং আমি আবার বলায় যদি আপনাদেরকে বিরক্ত করা হয় তাহলে হাত জোড় করে মার্জনা প্রার্থনা করছি। ============================================= বন্ধু দিবস। সবাই জানি জিনিসটা কী। এর ইতিহাস, উৎপত্তি অনেকেই জানেন। অনেকে জানিনা।

জানার দরকার আছে আবার নেইও। বন্ধুত্বকে কী একটা দিবসের খোলসে আটকে রাখা যায় নাকি!বন্ধুত্ব, সে তো চিরন্তন। কিন্তু তাও আমরা তাকে খোলস পরাই। পরাতে চেষ্টা করি। অনেকে এই সব দিবসকে বলেন পুঁজিবাদী, কর্পোরেট বিশ্বের আবিষ্কার হিসেবে।

কথাটা মিথ্যা তো নয়, বরং সত্যের চেয়েও সত্য। কিন্তু এটা তো স্বাভাবিকও তাইনা?সমাজতন্ত্রের স্বপ্ন বিলীন হয়েছে বেশ কয়েক দশক আগেই। পুঁজিবাদ তার ডালপালা বিস্তার করে স্বগৌ্রবে এগিয়ে যাচ্ছে। এটাই বাস্তবতা। আর ব্যবসা আজ কি নিয়ে না হচ্ছে?শিল্প, সংস্কৃতি, ক্রিকেট, ফুটবল এমনকি মা, বাবা নিয়েও।

এটা অস্বীকার করার রাস্তা নেই। সুতরাং বন্ধুত্ব নিয়েও হচ্ছে, হবে। তারপরেও এই একটা দিনে আমরা সামাজিক কারনেই হোক বা যুগের সাথে তাল মেলাতেই হোক বন্ধুত্বের কিছুটা মূল্য দেয়ার চেষ্টা করি কর্পোরেটীয় উপায়েই। তবুও তো দেই। আর কয়টা দিন বা মনে রাখি কাছে না থাকা সেই বন্ধুটির কথা?সেইতো ফেইসবুক বা ফ্রী এস.এম.এস. পেলে মনে পরে বন্ধুটির কথা।

আমি এটাকে কখনোই সামগ্রিক চিত্র বলবনা। এটা খন্ড চিত্র। কিন্তু এটাও তো হওয়া উচিৎ নয়। পৃ্থিবীতে এই সময়ে সবচেয়ে বেশী উচ্চারিত শব্দ হচ্ছে"LOVE" আর এই জিনিসটিই সবচেয়ে কম আজ আমাদের মধ্যে। সে না হয় কমই হলো কিন্তু বন্ধুত্বের ভালোবাসাতো অন্যরকম নির্মল।

একটা দিন আমরা বন্ধুত্বের জন্য উৎসর্গ করি ভালো কথা। এতে আর্চিজ, হলমার্ক্সের ব্যবসা ভালো হয়। আরো ফুলে ফেঁপে ওঠে মোবাইল ফোন কোম্পানিগুলো। আপত্তি নাই। আপত্তি একটায়ই, সীমাবদ্ধতায়।

দয়া করে বন্ধুত্বের প্রকাশ একটি দিনের মধ্যেই সীমাবদ্ধ রাখবেননা। বন্ধুত্ব একটি দিনের বা কোন বিশেষ একটি কালের নয়। বন্ধুত্ব শব্দটাই সারাজীবনের প্রতিনিধি। বন্ধুত্বের কোন মূল্য হয়না। এর আবেদন অনুভব করুন প্রতিটা মুহূর্তে।

বন্ধুত্ব দিয়েই বন্ধুত্বের প্রকাশ করুন বন্ধুর প্রতিটি সুসময়ে, দুঃসময়ে। আর তাহলেই সামগ্রিক বন্ধুত্বের প্রকাশ রূপে একটি দিনের উৎসর্গ সফল হবে। তা না হলে বন্ধুত্বটাও যে পুঁজিবাদী ফাঁকিবাজী হয়ে যাবে!! ******************************************************************** পরিশেষে সবার সুসময়ে, দুঃসময়ে পাশে থাকার আপ্রান চেষ্টা করব এই আশাবাদের সাথে............বন্ধুদিবসের শুভেচ্ছা। ********************************************************************
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.