আমাদের কথা খুঁজে নিন

   

বর্ণহীন রঙ

জন্মের আগেও জম্নেছি বহুবার জন্মেছি আমি দ্রোহে সংগ্রামে, সরল বিদ্রোহে, আত্নতৃপ্তি পাওয়া কবিতায় জীবনের সাথে মিশে থাকা সকল বিন্দু, বৃত্ত অথবা রেখায়। জন্মের পরও জন্মাবো বহুবার পরাজয়ের পর জয়ের নেশায় ইহলোকে,পরলোকে, যে কোন গ্রহে বাস্তব অথবা কল্পনায়। মৃত্যর আগে

রঙ ছড়াবার দিন, মন রাঙ্গাবার দিন তোমার সব ঋতুতে খুজি মাঝে মাঝে পেয়ে হারাই মাঝে মাঝে পাই। আকাশের মায়াবী রঙ ছড়িয়ে থাকে যত্রতত্র অতি মানবীর দ্যাখা পাই মেঘের দেশে বাস্তবতার একটু উপরে। চাঁদের আলো মধুর লাগে অথচ সময় নাই চাঁদ দ্যাখার তার শরীরের গন্ধ ভেবে অথবা পেয়ে মাঝে মাঝে কুকুরের সমগোত্রীয় হই। ভালবাসার অর্থ বোধহয় বেদনার চোখে আকাশ দ্যাখা স্বপ্ন তবুও হৃদয় খোজে ভালবাসা রঙ ছড়াতে চায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।