/
আমি যখন অবসাদগ্রস্ত হই
বিযুক্ত সম্পর্ক-সম্বন্ধ-উপলব্ধিগত জ্ঞান
মানবীয়তার ঊর্ধ্বে ওঠা দৃশ্যত মানবিক
কার্যে সফলসম্ভার শান্ত চমত্কার যান্ত্রিক
ফেরেশতাদের মত নিখুত বর্জিত অনুভুতি;
তখন যন্ত্র হতে পারি
ফেরেশতা হতে পারি
গন্ধরা তখন পানি হয়
পানিরা আবার জল হয়
খোলসে শামুক ঢোকে গুটি গুটি পায়।
জানি না, আত্বার জন্য শরীর দরকার
অথবা জাগতিক জীবনের যান্ত্রিক দেহ
আমি থাকি বা নাই থাকি তবু এই দেহ
বেঁচে থাকে বেঁচে রয়
জন্ম থেকে জন্মান্ত পরিচ্ছদ।
তাই ধীরে অতি ধীরে স্বীয় অথচ গোপন
নিশ্চুপ নিস্তব্ধ বিষন্নতা থেকে উত্যোরণ
জাগতিক শরীরে,
ওদিকে ভিতরে ভিতরে
কেন ও কেনর নিশ্চুপ উত্তরে
আমার বিষন্নতা বিবর্ণ পুথির মত
প্রাচীন পুরাতন
রং ক্ষয়ে যাওয়া ঘোলাটে হলুদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।