আমাদের কথা খুঁজে নিন

   

বর্ণহীন মন....২

....

মাঝে মাঝে কি যে হয়......মন টা কেমন যানি ভ্যবাচ্যকা খেয়ে যায়। মনে হয় যেন কেউ চিনছে না আমাকে। বুঝতে পারতিসে না আমার কোনো কিছুই..... মনের এলোমেলো রঙ গুলো ঠাস করে মিশে যায় সাদার আড়ালে...ধূসর হয়ে যায়। হারিয়ে যায়। থাকতে ইচ্ছে করেনা এই অদ্ভুতুরে গ্রহে..... মানুষের একটা আশ্চর্য ব্যপার হলো সে সেলফ ক্রিয়েটেড প্রবলেম গুলো নিজে নিজে সল্ভ করতে পারেনা।

অন্য কারও দ্বারা সে যদি কোনো সমস্যায় পরে,তাহলে এট লিস্ট সে সেটাকে ফেস করা অথবা ট্যকেল করার কথা ভাবতে পারে। কিন্তু সে যদি নিজেই নিজের জন্য কোনো সমস্যা সৃষ্টি করে থাকে তাহলে সেটার সমাধান আমার মনে হ্য় তার জানা থাকেনা। সত্যি কথা বলতে কি,সমাধান জানা থাকলে সে তো কখনই সমস্যায় পরতোনা। উল্টোভাবে চিন্তা করে আমার মনে হয়,আমার সমস্যা গুলো হয়তো ঠিক এরকম। কারন আমি কেন আমার প্রবলেম গুলো সল্ভ করতে পারছিনা।

সো ফার শুধু একজন মানুষ ছাড়া কেউ তো আমার জন্য তেমন কোনো সমস্যা সৃষ্টি করে নাই। তার মানে অন্যান্য সমস্যা গুলো মনে হয় আমার নিজের ই বানানো নিজের জন্যস্রেফ নিজের জন্য.......... সেলফ ক্রিয়েটেড প্রবলেম গুলো সল্ভ করার স্ট্র্যাটেজি আমার জানা নাই। হয়তো বা এক্ষেত্রে দ্বিতীয় কোনো মানুষের সাহায্য প্রয়োজোন। হয়তো বা না........... আমি fairy tale খুব পছন্দ করতাম। সবসময় নিজের জীবনটাকে fairy tale এর মত করে ভাবার চেষ্টা করতাম.......এটার জন্য আমাকে অনেক কিছু হারাতে হয়েছে,অনেক মূল্য দিতে হয়েছে।

তবুও.....আমার বিশ্বাস করতে খুব ইচ্ছে হয় যেন আমার লাইফ এ fairy tale টাইপ কিছু একটা হয়ে যাক। ইশশ......যদি কোনো fairy একবার এসে আমার ইচ্ছে গুলো জানতে চাইতো। খুব সাধারণ (কিন্তু আমার কাছে অমুল্য) সেই ইচ্ছেগুলো। মাঝে মাঝে আমি সৃষ্টির মাঝে স্রষ্টাকে খুঁজে পাইনা এটা কখন ঘটে আমার জানা নাই। শুধুই আমাকে ভাবায়......... ###অনেক ক্ষন থেকে চেষ্টা করছি মনে কিছু রঙ ছিটাতে।

গান শুনতে গিয়ে দেখলাম আমার প্রিয় গানগুলা আমাকে আরও বর্ণহীন করে ফেলছে। রক গান ধরালাম.....তাও কাজ হচ্ছেনা .....শুভরাত্রি...সবাইকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।